প্রকাশিত: Sun, Dec 4, 2022 4:10 PM আপডেট: Wed, Feb 5, 2025 6:04 PM
আগামী শিক্ষাবর্ষে ৩য় শ্রেণি থেকে কোডিং শেখানো হবে: শিক্ষামন্ত্রী
মশিউর রহমান: ডা. দীপু মনি বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে। ৬ থেকে ১৫ বছর বয়সী বাচ্চারা বয়স অনুযায়ী কোডিং শিখবে। ডিজাইন শিখবে। শিক্ষার্থীরা খেলতে খেলতে শিখবে। তাদের থেকেই আমাদের বড় বড় প্রযুক্তিবিদ তৈরি হবে। রোববার বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত স্যার জগদীশ চন্দ্র একাডেমি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে যে ১০টি মেগাপ্রকল্প চলছে তা শেষ হলে আগামীতে আমাদের সবচেয়ে বড় ও মেগাপ্রকল্প হবে শিক্ষাপ্রকল্প। উপচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
দীপু মনি আরও বলেন, ’৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকার দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু বিএনপি ও তত্ত¡াবধায়ক সরকার দেশকে পিছিয়ে নিয়ে গিয়েছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে আবার প্রথম থেকে শুরু করেছিল। সম্পাদনা: খালিদ আহমেদ